ডেভসংকেত

জুম ম্যাক অ্যাপের শর্টকাট

জুম ম্যাক অ্যাপের কতিপয় বেসিক শর্টকাটসমুহ যা প্রতিনিয়ত কাজে লাগবে কোনো না কোনোভাবে

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    মিটিং কনট্রোল

    • মিটিং জয়েন করতে

      Command(⌘) + J
    • মিটিং শুরু করতে

      Command(⌘) + Control + V
    • মিটিং শিডিউল করতে

      Command(⌘) + D
    • সরাসরি স্ক্রিন শেয়ার করতে

      Command(⌘) + Control + S
    • অডিও মিউট/আনমিউট

      Command(⌘) + Shift + A
    • হোস্ট ব্যতীত সবার অডিও মিউট করতে (শুধু হোস্ট পারবে)

      Command(⌘) + Control + M
    • হোস্ট ব্যতীত সবার অডিও আনমিউট করতে (শুধু হোস্ট পারবে)

      Command(⌘) + Control + U
    • প্রেস করে ধরে কথা বলতে পারবে (পুশ টু টক)

      Space
    • ভিডিও চালু/বন্ধ

      Command(⌘) + Shift + V
    • ক্যামেরা সুইচ

      Command(⌘) + Shift + N
    • স্ক্রিন শেয়ার চালু/বন্ধ

      Command(⌘) + Shift + S
    • স্ক্রিন শেয়ার পজ/রিজুম

      Command(⌘) + Shift + T
    • লোকাল রেকর্ডিং চালু করতে

      Command(⌘) + Shift + R
    • ক্লাউড রেকর্ডিং চালু করতে

      Command(⌘) + Shift + C
    • রেকর্ডিং পজ/রিজুম

      Command(⌘) + Shift + P
    • স্পিকার ভিউ এবং গ্যালারি ভিউ এর মধ্যে সুইচ করতে

      Command(⌘) + Shift + W
    • পার্টিসিপেন্ট এর ভিডিও পেইজের পুর্ববর্তী পেইজে যেতে

      Ctrl + P
    • পার্টিসিপেন্ট এর ভিডিও পেইজের পরবর্তী পেইজে যেতে

      Ctrl + N
    • পার্টিসিপেন্ট প্যানেল শো/হাইড

      Command(⌘) + U
    • চ্যাট প্যানেল শো/হাইড

      Command(⌘) + Shift + H
    • ইনভাইট উইন্ডো ওপেন করতে

      Command(⌘) + I
    • ইনভাইট লিংক কপি করতে

      Command(⌘) + Shift + I
    • রাইজ/লোয়ার হ্যান্ড করতে

      Option + Y
    • রিমোট কন্ট্রোল শুরু করতে

      Ctrl + Shift + R
    • রিমোট কন্ট্রোল পারমিশন রিভোক/রিমুভ করতে

      Ctrl + Shift + G
    • ফুল স্কিন মুড অন/অফ

      Command(⌘) + Shift + F
    • মিনিমাল উইন্ডো তে সুইচ করতে

      Command(⌘) + Shift + M
    • ডুয়েল মনিটর মুড এনাবল/ডিজেবল

      Command(⌘) + Shift + D
    • ফ্লটিং মিটিং কন্ট্রোল শো/হাইড

      Control + Option + Command(⌘) + H
    • একটিভ স্পিকারের নাম দেখতে

      Command(⌘) + 2
    • মিটিং কনট্রোল অপশন সব সময় শো করতে ও টুগল করতে

      Ctrl + \

    কল কনট্রোল

    • হাই লাইট করা ফোন নাম্বারে কল করতে / ডিরেক্টরি সার্চ করতে

      Control + Shift + C
    • ইনবাউন্ড কল এক্সেপ্ট করতে

      Control + Shift + A
    • ইনবাউন্ড কল ডিকলাইন করতে

      Control + Shift + D
    • কারেন্ট কল বন্ধ করতে

      Control + Shift + E
    • কল মিউট/আনমিউট

      Control + Shift + M
    • কল হোল্ড/আনহোল্ড

      Control + Shift + H
    • কল ট্রান্সফার

      Control + Shift + T

    চ্যাট কনট্রোল

    • স্ক্রিনশট নিতে

      Command(⌘) + T
    • চ্যাট ডিসপ্লে সাইজ বাড়াতে

      Command(⌘) + +
    • চ্যাট ডিসপ্লে সাইজ কমাতে

      Command(⌘) + -
    • চ্যাট হিস্টোরি তে পেছনে যেতে

      Command(⌘) + [
    • চ্যাট হিস্টোরি তে সামনে যেতে

      Command(⌘) + ]
    • নতুন চ্যাট খুলতে

      Command(⌘) + N
    • চ্যাট সার্চ করতে

      Command(⌘) + F
    • চলমান চ্যানেলে বা চ্যাটে নতুন মেম্বার এড করতে

      Command(⌘) + Option + i
    • সকল চ্যাট এবং চ্যানেল লিস্ট করতে

      Command(⌘) + Shift + L
    • চলমান চ্যানেলে বা চ্যাতে নতুন মেসেজ চালু করতে

      Command(⌘) + Control + N
    • চলমান চ্যানেলে বা চ্যাতে লেটেস্ট মেসজে ফোকাস করতে

      Command(⌘) + Shift + U

    জেনারেল

    • চলমান উইন্ডো বন্ধ করতে

      Command(⌘) + W
    • নেটওয়ার্ক ডায়াগনিস্তিক চালু করতে

      Command(⌘) + Option + Shift + D
    • পোট্রেট এবং ল্যান্ডস্ক্যাপ মুডে সুইচ করতে

      Command(⌘) + L
    • এক ট্যাব থেকে আরেক ট্যাবে সুইচ করতে

      Control + T

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর