ডেভসংকেত

জুম উইন্ডোজ অ্যাপের শর্টকাট

জুম উইন্ডোজ অ্যাপের কতিপয় বেসিক শর্টকাটসমুহ যা প্রতিনিয়ত কাজে লাগবে কোনো না কোনোভাবে

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    ভিডিও এবং অডিও কন্ট্রোল

    • ভিডিও চালু/বন্ধ

      Alt + V
    • অডিও চালু/বন্ধ

      Alt + A
    • হোস্ট ব্যতীত বাকিদের অডিও চালু/বন্ধ (শুধুমাত্র হোস্টের জন্য প্রজোয্য)

      Alt + M

    রেকর্ডিং কন্ট্রোল

    • লোকাল রেকর্ডিং চালু/বন্ধ

      Alt + R
    • ক্লাউড রেকর্ডিং চালু/বন্ধ

      Alt + C
    • রেকর্ডিং পজ/রিজুম

      Alt + P

    চ্যাট কন্ট্রোল

    • মিটিং চ্যাট প্যানেল চালু/বন্ধ

      Alt + H
    • চলতে থাকা চ্যাট সেশন বন্ধ করার জন্য

      Ctrl + W
    • পুর্ববর্তী চ্যাটে যেতে

      Ctrl + Up
    • পরবর্তী চ্যাটে যেতে

      Ctrl + Down
    • চ্যাট হিস্টোরি তে পেছনে যেতে

      Alt + Left
    • চ্যাট হিস্টোরি তে সামনে যেতে

      Alt + Right
    • নতুন চ্যাট শুরু করা

      Ctrl + N
    • সার্চ করতে

      Ctrl + F
    • চ্যাট এবং চ্যানেল গুলয় লিস্টে ফোকাস করতে

      Ctrl + L
    • কারেন্ট গ্রুপ চ্যাটের লেটেস্ট মেসেজে ফোকাস করতে

      Ctrl + U
    • কারেন্ট গ্রুপ চ্যাটের মেম্বার এড করতে

      Ctrl + Alt + I
    • কারেন্ট গ্রুপ চ্যাটের প্রথম মেসেজে জাম্প করতে

      Alt + N

    অন্যান্য

    • পার্টিসিপেন্ট প্যানেল চালু/বন্ধ করতে

      Alt + U
    • ইনভাইট উইন্ডো ওপেন করতে

      Alt + I
    • ইনভাইটেশন লিংক কপি করতে

      Alt + Shift + I
    • হ্যান্ড রাইজ/লোয়ার করতে

      Alt + Y
    • মিটিং লিভ/শেষ করার প্রম্পট আনতে

      Alt + Q
    • রিমোট কন্ট্রোল পেতে

      Alt + Shift + R
    • রিমোট কন্ট্রোল বন্ধ করতে

      Alt + Shift + G
    • একটিভ স্পিকারের নাম দেখতে

      Ctrl + 2
    • স্ক্রিনশট নিতে

      Alt + Shift + T
    • পোট্রেইট এবং ল্যান্ডস্কেইপ ভিউর মধ্যে সুইচ করতে

      Alt + L

    স্ক্রিন শেয়ারিং কন্ট্রোল

    • স্ক্রিন শেয়ারিং চালু/বন্ধ

      Alt + S
    • নতুন স্ক্রিন শেয়ার চালু/বন্ধ

      Alt + Shift + S
    • স্ক্রিন শেয়ার পজ/রিজুম

      Alt + T

    ডিসপ্লে এবং ভিউ কন্ট্রোল

    • ক্যামেরা সুইচ করা

      Alt + N
    • ফুল স্ক্রিন অন/অফ

      Alt + F
    • ফ্লোটিং মিটিং কন্ট্রোল হাইড/শো

      Ctrl + Alt + Shift + H

    কল কন্ট্রোল

    • হাইলাইট করা ফোন নাম্বারে কল করতে

      Ctrl + P
    • ইনবাউন্ড কল এক্সেপ্ট করতে

      Ctrl + Shift + A
    • কারেন্ট কল বন্ধ করতে

      Ctrl + Shift + E
    • ইনবাউন্ড কল ডিক্লাইন করতে

      Ctrl + Shift + D
    • মাইক মিউট/আনমিউট

      Ctrl + Shift + M
    • কল হোল্ড/আনহোল্ড করতে

      Ctrl + Shift + H
    • কল ট্রান্সফার করতে

      Ctrl + Shift + T

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর