ডেভসংকেত

উইন্ডোজ কম্যান্ড প্রমট

উইন্ডোজ কম্যান্ড প্রমট (cmd) -এর বিভিন্ন প্রয়োজনীয় কম্যান্ড যেগুলো প্রায়ই ব্যবহার হয়

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    ডিরেক্টরি এবং ফাইল ম্যানেজমেন্ট

    • বর্তমান ডিরেক্টরির নাম দেখার জন্য।

      cd অথবা chdir
    • কোন ডিরেক্টরির মধ্যে ঢোকার জন্য। যে ডিরেক্টরির মধ্যে ঢুকবেন সেটা যদি বর্তমান ডিরেক্টরির মধ্যে হয় তাহলে শুধু ডিরেক্টরির নাম দিতে হবে। ডিরেক্টরি পাথে কোন স্পেস না থাকলে কোটেশন মার্ক দরকার নেই।

      cd "directory-path"
    • বাইরের ডিরেক্টরিতে ফিরে যাওয়ার জন্য। একের বেশি ডিরেক্টরির বাইরে ফিরতে হলে প্রতি দুইটি ডট এর পরে / ব্যবহার করতে হবে। যেমন ../../.. তিনটি ডিরেক্টরির বাইরে যাবে।

      cd ..
    • অন্য ড্রাইভ এ যাওয়ার জন্য। (উদাহরনঃ C:, D:, ইত্যাদি )।

      cd drive-letter:
    • ফাইল এর নাম পরিবর্তন করা. যে ফাইলের নাম পরিবরতন করা হবে তার লোকেশন বর্তমান ডিরেক্টরিতে না হলে প্রথম আর্গুমেন্টে সম্পূর্ণ পাথ লোকেশন দিতে হবে। ফাইল এর এক্সটেনশন দিতে হবে।

      ren currentname newname
    • ডিরেক্টরির নাম পরিবর্তন করা. যে ডিরেক্টরির নাম পরিবরতন করা হবে তার লোকেশন বর্তমান ডিরেক্টরিতে না হলে প্রথম আর্গুমেন্টে সম্পূর্ণ পাথ লোকেশন দিতে হবে।

      move [drive:][path]currdirname newdirname
    • ফোল্ডার কপি করা. source পাথের ফোল্ডার কে destination ফোল্ডারে কপি করবে. /E ফ্ল্যাগ সমস্ত সাব ফোল্ডারকে কপি করার জন্য। /I ফ্ল্যাগ destination ফোল্ডার না থাকলেও প্রমট না করার জন্য। যদি destination এর শেষে \ দেওয়া হয় তাহলে /I ফ্ল্যাগ না দিলেও হবে। xcopy র আরও বিভিন্ন ফ্ল্যাগ সম্পর্কে জানতে xcopy help কম্যান্ড টাইপ করেন।

      xcopy source destination /E /I
    • এক বা একাধিক ফাইল কপি করা। ওয়াইল্ডকার্ড ক্যারেক্টার * ব্যবহার করে একাধিক ফাইল সিলেক্ট করা যাবে। যেমন *.txt - সব টেক্সট ফাইল, *.* - বর্তমান ফোল্ডারের সমস্ত ফাইল।

      copy source destination
    • নতুন ডিরেক্টরি/ফোল্ডার তৈরি করা।

      md অথবা mkdir folderName
    • একটি ডিরেক্টরি/ফোল্ডার রিমুভ বা ডিলিট করা। /S ফ্ল্যাগ - সমস্ত সাব ফোল্ডার এবং ফাইল অর্থাৎ ফোল্ডার ট্রি ডিলিট করার জন্য।

      rd অথবা rmdir /S folderName
    • এক বা একাধিক ফাইল মুভ ( এক স্থান থেকে অন্য স্থানে ) করার জন্য। যে ফাইলটি মুভ করা হবে সেটি যদি বর্তমান ডিরেক্টরি তে না থাকে তাহলে সঠিক [drive:] এবং [path] দিতে হবে। উদাহরণ - D:\foderxyz\filename

      move [drive:][path]filename destination

    উইন্ডোজ শাটডাউন, রিস্টার্ট ও লগ আউট

    • উইন্ডোজ শাট্‌ডাউন করতে

      shutdown /s
    • উইন্ডোজ রিস্টার্ট করতে

      shutdown /r
    • উইন্ডোজ লগ আউট করতে

      shutdown /l
    • বিকল্পগুলির সম্পূর্ণ তালিকার জন্য

      shutdown /?

    স্ক্রিন আউটপুট

    • স্ক্রিন ক্লিয়ার করতে/ মুছে ফেলতে

      cls
    • কম্যান্ড প্রমট দেখাতে বা লুকাতে (শো / হাইড)

      echo on বা off
    • স্ক্রিনে কোন টেক্সট / মেসেজ দেখাতে

      echo message
    • কোন ফাইলের কন্টেন্ট স্ক্রিনে দেখতে

      type filename.txt
    • কোন ফাইলের কন্টেন্ট স্ক্রিনের ফাঁকা জায়গায় যতটুকু ধরবে ততটুকু করে পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখতে (.txt এর জায়গায় সঠিক এক্সটেনশন ব্যবহার করতে হবে)

      more < filename.txt
    • কোন কম্যান্ডের আউটপুট কন্টেন্ট স্ক্রিনের ফাঁকা জায়গায় যতটুকু ধরবে ততটুকু করে পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখতে

      command | more
    • more ব্যবহার করার সময় পরের পৃষ্ঠা দেখতে কোন কি প্রেস করবেন

      spacebar
    • more ব্যবহার করার সময় পরের লাইন দেখতে কোন কি প্রেস করবেন?

      enter
    • more ব্যবহার করার সময় পরের n সংখ্যক লাইন দেখতে কোন কি প্রেস করবেন। এখানে n যে কোন সংখ্যা

      p n

    কন্ট্রোল প্যানেল টুল

    • মাউস প্রপোর্টিস ওপেন করতে

      main.cpl
    • নেটওয়ার্ক প্রপোর্টিস ওপেন করতে

      inetcpl.cpl
    • নেটওয়ার্ক কানেকশন প্রপোর্টিস ওপেন করতে

      ncpa.cpl
    • সাউন্ড প্রপোর্টিস ওপেন করতে

      mmsys.cpl
    • সিস্টেম প্রপোর্টিস ওপেন করতে

      sysdm.cpl
    • ডিসপ্লে প্রপোর্টিস ওপেন করতে

      desk.cpl
    • প্রোগ্রাম রিমুভ উইন্ডো ওপেন করতে

      appwiz.cpl

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর