বহুল ব্যবহৃত জানালা-১০/Windows 10 অপারেটিং সিস্টেমের প্রয়োজনীয় কীবোর্ড শর্টকাট কী
সিলেক্টেড আইটেম কাট (cut) করা
Ctrl + X
সিলেক্টেড আইটেম কপি (copy) করা
Ctrl + C (or Ctrl + Insert)
সিলেক্টেড আইটেম পেস্ট (paste) করা
Ctrl + V (or Shift + Insert)
একশন UNDO করা
Ctrl + Z
একশন REDO করা
Ctrl + Y
কোনো কিছু খোঁজা
Ctrl + F
এক্টিভ অ্যাপ/আইটেম ক্লোস/বন্ধ করা
Alt + F4
সিলেক্টেড আইটেম রিনেম/নাম পরিবর্তন করা
F2
এক্টিভ উইন্ডো রিফ্রেস করা
F5
সাইন-ইন স্ক্রিনে পাসওয়ার্ড দেখা
Alt + F8
টাস্ক ম্যানেজার ওপেন করা
Ctrl + Shift + Esc
টাস্ক ম্যানেজার ওপেন করা
Ctrl + Alt + Del
টাস্কগুলোর মধ্যে সুইচ করা
Alt + Tab
এড্রেসবার সিলেক্ট করা
Alt + D
ফাইল এবং ফোল্ডার আইকনের সাইজ পরিবর্তন করা
Ctrl + mouse scroll wheel
নতুন ফোল্ডার তৈরি করা
Ctrl + Shift + N
প্রিভিও প্যানেল ডিসপ্লে করা
Alt + P
পূর্বের ফোল্ডারে যাওয়া
Backspace
পরবর্তী ফোল্ডার দেখা
Alt + Right arrow (->)
পূর্বের ফোল্ডার দেখা
Alt + Left arrow (<-)
ফোল্ডারটি যেই ফোল্ডারে রয়েছে সেটি দেখা
Alt + Up arrow
ফাইল এক্সপ্লোরারে কোনও ফাইল বা ফোল্ডার অনুসন্ধান করুন।
F3
একশন সেন্টার ওপেন করা
WIN + A
নটিফিকেশান এরিয়াতে ফোকাস সেট করুন
WIN + B
ফাইল এক্সপ্লোরার ওপেন করা
WIN + E
ডিক্টেশন শুরু করা
WIN + H
সেটিংস ওপেন করা
WIN + I
PC লক করা/ একাউন্ট সুইচ করা
WIN + L
অল এপস একসাথে মিনিমাইজ করা
WIN + M
প্রেসেন্টেশন ডিসপ্লে মোড সিলেক্ট করা
WIN + P
কুইক লিঙ্ক মেন্যু ওপেন করা
WIN + X
ইমোজি প্যানেল ওপেন করা
WIN + . (. = dot)
সিস্টেম প্রোপারটিস ডায়ালগ বক্স ওপেন করা
WIN + Pause
স্ক্রিনের একটি নির্দিষ্ট অংশের স্ক্রিনশন নেয়া
WIN + Shift + S
ক্লিপবোর্ড হিস্টোরি দেখা (ক্লিপবোর্ড আক্টিভ করতে Start > Settings > System > Clipboard এবং টার্ন অন করুন Clipboard history)
WIN + V
রান এপ্লিকেশন ওপেন করা
WIN + R
নতুন উইন্ডো তৈরি করুন
Ctrl + WIN + D
ডান পাশের উইন্ডোটি দেখুন
Ctrl + WIN + Right Arrow
বাম পাশের উইন্ডোটি দেখুন
Ctrl + WIN + Left Arrow
ডিভাইস অরিয়েন্টেশন লক করা
WIN + O
ডেক্সটপ ডিসপ্লে/হাইড করা
WIN + D
উইন্ডো ম্যাক্সিমাইজ/বড় করা
WIN + Up arrow
উইন্ডো মিনিমাইজ/স্ক্রিন থেকে সরানো
WIN + Down arrow
অ্যাপ/ডেস্কটপের উইন্ডো ডান/বাম সাইডে মিনিমাইজ করা
WIN + Left/Right arrow
অ্যাপ/ডেস্কটপের উইন্ডো ডান/বাম দিকে সরানো
Win + Shift + Left/Right arrow
উইন্ডো ক্লোজ করা/কম্পিউটার শাট ডাউন করা
Ctrl + W
ফুল ডিসপ্লে স্ক্রিনশট নেওয়া (Pictures ফোল্ডার এ অটো সেভ হয়)
WIN + PrtScn
ফুল ডিসপ্লে স্ক্রিনশট নেওয়া (ক্লিপবোর্ডে কপি হয় অন্য স্থানে পেস্ট করা যাবে)
PrtScn
অ্যাক্টিভ উইন্ডো স্ক্রিনশট নেওয়া (Videos\Captures ফোল্ডার এ অটো সেভ হয়)
WIN + Alt + PrtScn
অ্যাক্টিভ উইন্ডো স্ক্রিনশট নেওয়া (ক্লিপবোর্ডে কপি হয় অন্য স্থানে পেস্ট করা যাবে)
Alt + PrtScn
নির্বাচিত অঞ্চল বা ফুল ডিসপ্লে বা অ্যাক্টিভ উইন্ডোর স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট টুল ওপেন করা (ক্লিপবোর্ডে কপি হয়)
WIN + Shift + S