ডেভসংকেত

শর্টকাট কী - ওয়েবস্টোর্ম

ওয়েবস্টোর্ম এর প্রয়োজনী উইন্ডোজ শর্টকাট কী

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    কোড

    • রিফরম্যাট কোড

      Ctrl + Alt + L
    • অটো ইন্ডেন্ট লাইন

      Ctrl + Alt + I
    • অটোকমপ্লিট সাজেশন সিলেক্ট করতে

      Ctrl + Space
    • লাইন উপরে সরানো

      Alt + Shift + আপ কী
    • লাইন নিচে নামানো

      Alt + Shift + ডাউন কী
    • স্টেটমেন্ট উপরে সরানো

      Ctrl + Shift + আপ কী
    • স্টেটমেন্ট নিচে নামানো

      Ctrl + Shift + ডাউন কী

    ডিবাগ করা

    • ব্রেকপয়েন্ট এড করা

      Ctrl + F8
    • ব্রেকপয়েন্ট বের করা

      Ctrl + Shift + F8
    • ডিবাগ স্টার্ট করা

      F9
    • স্টেপ ওভার

      F8
    • স্টেপ ইনটু

      F7
    • স্টেপ আউট

      Shift + F8

    ন্যাভিগেশন

    • ফাইল খুজে ওপেন করা

      Ctrl + Shift + N
    • ক্লাস খুজে ওপেন করা

      Ctrl + N
    • নির্দিষ্ট কোন লাইনে যাওয়া

      Ctrl + G
    • সর্বশেষ ইডিট লোকেশনে যাওয়া

      Ctrl + Shift + Backspace
    • পরবর্তী মেথড যাওয়া

      Alt +  ডাউন কী
    • পূর্ববর্তী মেথডে যাওয়া

      Alt +  আপ কী
    • পরবর্তী ট্যাবে যাওয়া

      Alt + রাইট কী
    • পূর্ববর্তী ট্যাবে যাওয়া

      Alt + লেফট কী
    • রিসেন্ট ফাইল পপআপ করা

      Ctrl + E
    • কুইক ডেফিনেশন দেখা

      Ctrl + Shift + I
    • পরবর্তী এররে যাওয়া

      F2
    • পূর্ববর্তী এররে যাওয়া

      Shift + F2
    • সোর্সে যাওয়া

      F4

    কমেন্ট

    • লাইন কমেন্ট করা

      Ctrl + /
    • ব্লক কমেন্ট

      Ctrl + Shift + /

    সাধারণ

    • সব জায়গায় খুঁজা

      Double Shift
    • একশন খুঁজা

      Ctrl + Shift + A
    • সংশ্লিষ্ট টুলের উইন্ডো খোলা

      Alt + #[0-9]
    • উইন্ডো টুল ম্যক্সিমাইজ/মিনিমাইজ করা

      Ctrl + Shift + F12
    • কারেন্ট স্কিম দ্রুত সুইচ করা

      Ctrl + Back Quote(`)
    • সেটিংসে যাওয়া

      Ctrl + Alt + S
    • ট্যাব ও উইন্ডো টুল দ্রুত সুইচ করা

      Ctrl + Tab
    • ন্যাভিগেশন বারে যাওয়া

      Alt + Home

    মাল্টি কার্সার ও সিলেকশন

    • কার্সার এড/রিমুভ করা

      Alt + ক্লিক
    • কারেন্ট ওয়ার্ড এর সব ঘটনা নির্বাচন করা

      Shift + Ctrl + Alt + J
    • কারেন্ট ওয়ার্ড এর পরবর্তী ঘটনা নির্বাচন করা

      Alt + J
    • কারেন্ট ওয়ার্ড এর পরবর্তী ঘটনা অনির্বাচন করা

      Alt + Shift + J
    • সব ওয়ার্ড এবং কার্সার অনির্বাচন করা

      Esc

    রিফ্যা্ক্টরিং

    • রিফ্যা্ক্টরিং করা

      Ctrl + Alt + Shift + T
    • ফাইলের নাম পরিবর্তন

      Shift + F6
    • ফাইল কপি

      F5
    • ফাইল মুভ

      F6
    • সেইফ ডিলেট

      Alt + Delete
    • ফাংশনের সিগনেচার পরিবর্তন

      Ctrl + F6 
    • ইনলাইন ভ্যারিয়েবল

      Ctrl + Alt + N
    • মেথড এক্সট্রাক্ট করা

      Ctrl + Alt + M
    • ভ্যারিয়েবল এক্সট্রাক্ট করা

      Ctrl + Alt + V
    • কন্সটেন্ট এক্সট্রাক্ট করা

      Ctrl + Alt + C
    • প্যারামিটার এক্সট্রাক্ট করা

      Ctrl + Alt + P

    এডিটর একশন

    • মাউস টেনে রেক্টেঙ্গুলার সিলেক্ট টেক্সট

      Ctrl + Alt + Shift + 1
    • কোড ব্লক এর শেষে যেতে

      Ctrl + ]
    • কোড সিলেক্ট করে ব্লক এর শেষে যেতে

      Ctrl + Shift + ]
    • লাইন ডিলিট করা

      Ctrl + Y
    • লাইন ডুপ্লিকেট করা

      Ctrl + D
    • লাইন জয়েন করা

      Ctrl + Shift + J

    খোঁজাখুঁজি/প্রতিস্থাপন

    • ফাইলের ভিতরে খোঁজা

      Ctrl + F
    • পরবর্তী খুঁজতে

      F3
    • পূর্ববর্তী খুঁজতে

      Shift + F3
    • প্রোজেক্ট থেকে খুঁজা

      Ctrl + Shift + F
    • ফাইলের ভিতরে প্রতিস্থাপন করা

      Ctrl + R
    • প্রোজেক্ট থেকে প্রতিস্থাপন করা

      Ctrl + Shift + R

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর