ডেভসংকেত

অ্যাটম কোড এডিটর(ম্যাক)

অ্যাটম কোড এডিটর এর প্রয়োজনী ম্যাক শর্টকাট কী

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    সাধারণ

    • নতুন ফাইল তৈরী

      ⌘ + N
    • নতুন উইন্ডো খোলা

      ⌘ + Shift + N
    • ফাইল খোলা (অনুসন্ধান করতে নাম টাইপ করা)

      ⌘ + P
    • নতুন ফাইল খোলা

      ⌘ + O
    • ফোল্ডার খোলা

      ⌘ + Shift + O
    • সেভ করা

      ⌘ + S
    • সেভ এস

      ⌘ + Shift + S
    • ট্যাব বন্ধ করা

      ⌘ + W
    • উইন্ডো বন্ধ করা

      ⌘ + Shift + W
    • এটম পুনরায় লোড করা

      ⌘ + Option + R
    • খোলা ফাইলের তালিকা ব্রাউজ করা

      ⌘ + B
    • কমান্ড প্যালেট খোলা এবং বন্ধ করা

      ⌘ + Shift + P
    • খোলা ট্যাবের মধ্য দিয়ে বাম চক্র

      ⌘ + Alt + Arrow Left
    • খোলা ট্যাবের মধ্য দিয়ে ডান চক্র

      ⌘ + Alt + Arrow Right
    • পছন্দ/সেটিংস খোলা

      ⌘ + ,
    • ফাইলটি যে ভাষায় আছে সেটি নির্বাচন করা

      ⌘ + Shift + L
    • Chrome ডেভেলপার টুল খোলা

      ⌘ + Shift + I
    • উপলব্ধ কোড স্নিপেট দেখান

      Option + Shift + S
    • মার্কডাউন পূর্বরূপ

      ⌘ + Shift + M
    • ডেভেলপার টুল টগল করা

      ⌘ + Option + I
    • পাঠ্যের আকার বাড়ান

      ⌘ + Shift + =
    • পাঠ্যের আকার হ্রাস করা

      ⌘ + Shift + -
    • পাঠ্যের আকার পুনরায় সেট করা

      ⌘ + 0 (zero)
    • পর্দা জুড়ে প্রদর্শন

      F11

    লাইন ম্যানেজ করা

    • লাইন এ যাওয়া

      ⌘ + G
    • লাইন সিলেক্ট করা

      ⌘ + L
    • লাইন ডুপ্লিকেট করা

      ⌘ + Shift + D
    • লাইন ডিলিট করা

      ⌘ + Shift + K
    • লাইন উপরে মুভ করা

      ⌘ + Arrow Up
    • লাইন নিচে মুভ করা

      ⌘ + Arrow Down
    • কমেন্ট লাইন এ টগল করা

      ⌘ + /
    • নিচে নতুন লাইন করা

      ⌘ + Return
    • সিলেক্টেড লাইন ইনডেন্ট করা

      ⌘ + [
    • সিলেক্টেড লাইন আউটডেন্ট করা

      ⌘ + ]
    • লাইন জয়েন করা

      ⌘ + J

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর