ডেভসংকেত

মিনিকিউব

Minikube একটি কন্টেনার অর্কেস্ট্রেশন টুল যা ডেভেলপারদের এবং টেস্টারদের জন্য বেশ উপকারী। এটি ব্যবহার করে সহজেই লোকালি কুবার্নেটিস ক্লাস্টার তৈরি এবং পরীক্ষা করা যায়।

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    ক্লাস্টার পরিচালনার জন্য কমান্ডসমূহ

    • ক্লাস্টার চালু করতে

      minikube start
    • ক্লাস্টার বন্ধ করতে

      minikube stop
    • ক্লাস্টারের স্থিতি পরীক্ষা করতে

      minikube status
    • ক্লাস্টারের ড্যাশবোর্ড ওপেন করতে

      minikube dashboard
    • ক্লাস্টারের ড্যাশবোর্ড বন্ধ করতে

      minikube dashboard --minikubeip
    • ক্লাস্টার কনফিগ দেখতে

      minikube config view
    • ক্লাস্টার এন্ডপয়েন্ট প্রিন্ট করতে

      minikube ip
    • ক্লাস্টার ডিলিট করতে

      minikube delete
    • ক্লাস্টারের ভার্সন দেখতে

      minikube version

    Minikube কনফিগারেশন কমান্ডসমূহ

    • কনফিগারেশন দেখতে

      minikube config view
    • কনফিগারেশন সেট করতে

      minikube config set
    • কনফিগারেশন ডিলিট করতে

      minikube config unset

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর