মার্কডাউন ওয়েবে টেক্সটকে স্টাইলিং করতে ব্যবহৃত হয়। একটা ডকুমেন্ট এর ডিসপ্লে কন্ট্রোল করতে, শব্দগুলো ফরম্যাট করতে, ছবি যুক্ত করতে, লিস্ট তৈরীসহ আরো বেশ কিছু জিনিস করতে মার্কডাউন ব্যবহৃত হয়। মার্কডাউন অনেকটা রেগুলার টেক্সটই, কিন্তু সাথে স্পেশাল কিছু ক্যারেক্টার ব্যবহার করা হয় বোল্ড,ইটালিক অথবা ফরম্যাটিং এর জন্যে। ডেভেলপারদের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম গিটহাবেরও নিজস্ব ফ্লেভারড মার্কডাউন আছে।
h1 ট্যাগ
# H1
h2 ট্যাগ
## H2
h3 ট্যাগ
### H3
h4 ট্যাগ
#### H4
h5 ট্যাগ
##### H5
h6 ট্যাগ
###### H6
হেডিং আইডি সেট করার জন্য
### My Great Heading {#custom-id}
এভাবে ব্যবহার করতে হবে
\*স্পেশাল ক্যারেক্টার\*
ব্যাকস্ল্যাশ
\\
ব্যাকটিক
\`
এসটেরিস্ক
\*
আন্ডারস্কোর
\_
কার্লি ব্র্যাকেট
\{\}
স্কয়ার ব্র্যাকেট
\[\]
প্যারান্থাসিস
\(\)
হ্যাশ
\#
প্লাস
\+
মাইনাস
\-
ডট
\.
আশ্চর্যবোধক চিহ্ন
\!
এক লাইনে কোড লিখার ফরম্যাট
` কোড `
এক লাইনের কোড
` const a = 5; `
মাল্টিলাইন কোড লিখার ফরম্যাট
``` কোড ```
মাল্টিলাইন কোড
``` const a = 5; const b = 10; sum = a + b; ```
সিনট্যাক্স হাইলাইট করার ফরম্যাট
```ল্যাঙ্গুয়েজ কোড ```
সিনট্যাক্স হাইলাইট কোড
```javascript const pi = 3.1416; ```
ম্যাথমেটিক্স এক্সপ্রেশন ইনলাইন
$x = {-b \ pm \ sqrt{b^2-4ac} \ over 2a}$
ম্যাথমেটিক্স এক্সপ্রেশন ব্লক
$
x = {-b \ pm \ sqrt{b^2-4ac} \ over 2a}
$
ইটালিক টেক্সট
*ইটালিক টেক্সট*
ইটালিক টেক্সট
_ইটালিক টেক্সট_
বোল্ড টেক্সট
**বোল্ড টেক্সট**
বোল্ড টেক্সট
__বোল্ড টেক্সট__
মিক্স
*ইটালিক* ও **বোল্ড** টেক্সট
মিক্স
_ইটালিক_ ও __বোল্ড__ টেক্সট
স্ট্রাইকথ্রু
~~স্ট্রাইকথ্রু~~
অসম্পন্ন কাজ
[]
সম্পন্ন কাজ
[x]
হরিজন্টাল লাইন
---
ইমোজি ব্যবহার
:ইমোজি নাম:
আন্ডারলাইন টেক্সট
<ins>আন্ডারলাইন টেক্সট</ins>
মনো স্পেস
<samp>আমি বাংলায় গান গাঁই</samp>
সাব স্ক্রিপ্ট
আমার<sub>নাম</sub>
সুপার স্ক্রিপ্ট
২৩<sup>৫</sup>
সমতল রুল
---
***
___
কমেন্ট করতে
<!--একটা কমেন্ট-->
ছবির ফরম্যাট
![অল্টারনেটিভ টেক্সট](ইমেজ-ইউআরএল)
ছবি
![ডেভসংকেত লোগো](/images/logo.png)
লিঙ্কের ফরম্যাট
[লিঙ্ক টেক্সট](লিঙ্ক)
লিঙ্ক
[ডেভসংকেত](http://devsonket.com)
ছবি এবং লিঙ্ক এর ফরম্যাট
[![অল্টারনেটিভ টেক্সট](ইমেজ-ইউআরএল)](লিঙ্ক)
ছবিতে লিঙ্ক যুক্ত করতে
[![ডেভসংকেত লোগো](/images/logo.png)](http://devsonket.com)
টেবিলের সারি ও কলাম তৈরি
সারি তৈরি করার জন্য হাইফেন `-` ব্যবহার করুন এবং প্রতিটি কলামকে পাইপের সাহায্যে পৃথক করুন `|`