ডেভসংকেত

জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশন

জাভাস্ক্রিপ্ট ভিত্তিক রেগুলার এক্সপ্রেশনের উপরে চিটশিট

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    সাধারণ

    • রেগুলার এক্সপ্রেশন লেখার নিয়ম

      / <regular_expressions> / <flags>
    • নতুন লাইন ছাড়া যেকোনো ক্যারেক্টার

      .
    • ক্যারেক্টার(যেমনঃ a) ম্যাচ

      a
    • স্ট্রিং(যেমনঃ ab) ম্যাচ

      ab
    • অমুক(a) অথবা তমুক(b)

      a|b
    • শূণ্যটা অথবা আরো অমুক(a)

      a*
    • স্পেশাল ক্যারেক্টার এসকেপ করা

      \

    গ্রুপ

    • গ্রুপ ক্যাপচার করা

      (...)
    • গ্রুপ ক্যাপচার না করা

      (?:...)
    • অমুক(x) ক্যাপচার করা গ্রুপ ম্যাচ

      \x

    অ্যাসারসন

    • স্ট্রিং এর শুরুতে

      ^
    • স্ট্রিং এর শেষে

      $
    • ওয়ার্ড বাউন্ডারী

      \b
    • নন-ওয়ার্ড বাউন্ডারী

      \B
    • সামনের দিকে দেখা

      (?=...)
    • পিছনের দিকে দেখা

      (?!...)

    বিশেষ ক্যারেক্টার

    • নতুন লাইন

      \n
    • ক্যারিজ রিটার্ণ

      \r
    • ট্যাব

      \t
    • নাল ক্যারেক্টার

      \0
    • অক্ট্যাল ক্যারেক্টার

      \XXX
    • হেক্সাডেসিমল ক্যারেক্টার

      \xXX
    • হেক্সাডেসিমল ক্যারেক্টার

      \uXXXX
    • কন্ট্রোল ক্যারেক্টার

      \cX

    কোয়ান্টিফায়ার

    • শূণ্যটা অথবা আরো এরকম

      *
    • একটা অথবা আরো এরকম

      +
    • শূণ্যটা অথবা একটা এরকম

      ?
    • ঠিক ২টা এরকম

      {2}
    • ঠিক ২টা থেকে ৫টা এরকম

      {2,5}
    • ঠিক ২টা আরো আরো এরকম

      {2,}

    ক্লাস

    • অমুক(a) থেকে তমুক(d) ক্যারেক্টার পর্যন্ত একটা ম্যাচ

      [a-d]
    • অমুক(a) থেকে তমুক(d) ক্যারেক্টার পর্যন্ত বাদ দিয়ে একটা ম্যাচ

      [^a-d]
    • ব্যাকস্পেস ক্যারেক্টার

      [\b]
    • একটা ডিজিট

      \d
    • একটা ডিজিট নয় এমন

      \D
    • একটা স্পেস

      \s
    • একটা স্পেস নয় এমন

      \S
    • একটা ক্যারেক্টার

      \w
    • একটা ক্যারেক্টার নয় এমন

      \W

    ফ্ল্যাগ

    • গ্লোবাল ম্যাচ

      g
    • বড় হাতের না ছোটো হাতের ইগ্নোর করা

      i
    • লাইনের শুরুতে ম্যাচ

      ^
    • লাইনের শেষে ম্যাচ

      $

    এক্সপ্রেশন রিপ্লেসমেন্ট

    • $ ঢুকানো

      $$
    • পুরো ম্যাচ ঢুকানো

      $&
    • আগের স্ট্রিং ঢুকানো

      $`
    • পরের স্ট্রিং ঢুকানো

      $'
    • x নাম্বার ক্যাপচার করা গ্রুপ ঢুকানো

      $x

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর