ডিএনএস রেকর্ড হচ্ছে একটা ডেটাবেজ যেটা ইউআরএল, আইপি অ্যাড্রেস ম্যাপ করতে ব্যবহৃত হয়। এই ডিএনএস রেকর্ড ডিএনএস সার্ভারে সংরক্ষিত থাকে এবং ইউজারদেরকে বিভিন্ন ওয়েবসাইটে কানেক্ট হতে সাহায্য করে। যখন ব্রাউজারে কোন ইউআরএল প্রবেশ করানো হয়, সেই ইউআরএলটা ডিএনএস সার্ভারে ফরোয়ার্ড করা হয় এবং সেখান থেকে স্পেসেফিক ওয়েব অ্যাড্রেসে ডিরেক্টেড করা হয়।
একটা ডোমেইন নেম আরেকটা ডোমেইন নেমে ম্যাপ করা
www.example.com => example.comরুটে(@) করবেন না
করবেন না!রুট(@ অথবা ব্লাঙ্ক) অথবা সাবডোমেইন(www, with, js, react ইত্যাদি) যেখানে আপনি রেকর্ড রাখতে চান
HOSTআইপি অ্যাড্রেস হতে পারে(A, AAAA) অন্য ডোমেইন হতে পারে(CNAME, ALIAS, ANAME, MX, NS) অথবা যেকোনো ভ্যালু হতে পারে(TXT)
VALUEশুধুমাত্র MX রেকর্ডের জন্যে, কাঙ্ক্ষিত ইমেইল প্রোভাইডারের জন্য কতটুকু প্রায়োরিটি দেওয়া হবে সেটা সেট করে
PRIORITYটাইম টু লিভ(Time to Live) রেকর্ড ভ্যালুগুলো কতসময়ের জন্যে ক্যাশে করে রাখা হবে। শর্ট টাইম দ্রুত ভ্যালু চেঞ্জ করা হলে ভালো, আর লম্বা সময় ভ্যালু না চেঞ্জ করা হলে ভালো এবং একই সাথে ক্যাশে করা থাকায় দ্রুত কাজ করবে।
TTLএকটা ডোমেইন নেম আরেকটা ডোমেইন নেমে ম্যাপ করা
example.com => example.now.sh রুটেও(@) করা যাবে
করা যাবে!ডোমেইন রেকর্ড এ বিভিন্ন রকমের ডাটা সেট করতে
@ => আমার-ডোমেইন-এ-বিভিন্ন-রকমের-ডাটাডোমেইন ভেরিফাই করতে ব্যবহৃত হয়
ইউসেজ