ডেভসংকেত

ডিএনএস রেকর্ড

ডিএনএস রেকর্ড হচ্ছে একটা ডেটাবেজ যেটা ইউআরএল, আইপি অ্যাড্রেস ম্যাপ করতে ব্যবহৃত হয়। এই ডিএনএস রেকর্ড ডিএনএস সার্ভারে সংরক্ষিত থাকে এবং ইউজারদেরকে বিভিন্ন ওয়েবসাইটে কানেক্ট হতে সাহায্য করে। যখন ব্রাউজারে কোন ইউআরএল প্রবেশ করানো হয়, সেই ইউআরএলটা ডিএনএস সার্ভারে ফরোয়ার্ড করা হয় এবং সেখান থেকে স্পেসেফিক ওয়েব অ্যাড্রেসে ডিরেক্টেড করা হয়।

কন্ট্রিবিউটর

    শেয়ার করুন

    টাইপ

    • A
    • AAAA
    • CNAME
    • ALIAS
    • ANAME
    • TXT
    • MX
    • NS
    • SOA

    A

    • ডোমেইন নেম আইপি ভার্শন ৪ এ ম্যাপ করা

      example.com => 127.0.0.1

    CNAME

    • একটা ডোমেইন নেম আরেকটা ডোমেইন নেমে ম্যাপ করা

      www.example.com => example.com
    • রুটে(@) করবেন না

      করবেন না!

    ANAME

    • Alias এর অন্য নাম(ভার্চুয়াল CNAME)

      example.com => example.github.io

    MX

    • ডোমেইনের জন্য কাস্টম ইমেইল সেট করা

      @ => MX.ZOHO.COM. 1

    SOA

    • ডোমেইন রেকর্ড এ ঐ ডোমেইন এর জোনের এডমিনিস্ট্রেশান ইনফো সেট করতে

      @ => dns1.example.com admin.example.com 2013022001 86400 7200 604800 300
    • ডিএনএস জোনের এডমিনিস্ট্রেশান ইনফো সেট করা যা জোন ট্রান্সফারেও ব্যবহার হয়

      ইউসেজ
    • এখানে নেমসার্ভার

      dns1.example.com
    • এখানে জোনের এডমিনের ইমেইল

      admin.example.com

    বিবিধ

    • রুট(@ অথবা ব্লাঙ্ক) অথবা সাবডোমেইন(www, with, js, react ইত্যাদি) যেখানে আপনি রেকর্ড রাখতে চান

      HOST
    • আইপি অ্যাড্রেস হতে পারে(A, AAAA) অন্য ডোমেইন হতে পারে(CNAME, ALIAS, ANAME, MX, NS) অথবা যেকোনো ভ্যালু হতে পারে(TXT)

      VALUE
    • শুধুমাত্র MX রেকর্ডের জন্যে, কাঙ্ক্ষিত ইমেইল প্রোভাইডারের জন্য কতটুকু প্রায়োরিটি দেওয়া হবে সেটা সেট করে

      PRIORITY
    • টাইম টু লিভ(Time to Live) রেকর্ড ভ্যালুগুলো কতসময়ের জন্যে ক্যাশে করে রাখা হবে। শর্ট টাইম দ্রুত ভ্যালু চেঞ্জ করা হলে ভালো, আর লম্বা সময় ভ্যালু না চেঞ্জ করা হলে ভালো এবং একই সাথে ক্যাশে করা থাকায় দ্রুত কাজ করবে।

      TTL

    AAAA

    • ডোমেইন নেম আইপি ভার্শন ৬ এ ম্যাপ করা

      example.com => ::1

    ALIAS

    • একটা ডোমেইন নেম আরেকটা ডোমেইন নেমে ম্যাপ করা

      example.com => example.now.sh 
    • রুটেও(@) করা যাবে

      করা যাবে!

    TXT

    • ডোমেইন রেকর্ড এ বিভিন্ন রকমের ডাটা সেট করতে

      @ => আমার-ডোমেইন-এ-বিভিন্ন-রকমের-ডাটা
    • ডোমেইন ভেরিফাই করতে ব্যবহৃত হয়

      ইউসেজ

    NS

    • ডোমেইন রেকর্ড এ ডোমেইনের জন্য নেমসার্ভার সেট করতে

      @ => dns1.example.com
    • হোস্টিং সার্ভার খুঁজে পেতে ব্যবহার হয়

      ইউসেজ

    ডেভসংকেত সম্পর্কে

    ডেভসংকেত এর লক্ষ্য হচ্ছে বাংলাতে একটা বড় চিটশিটের ভান্ডার গড়ে তোলা। এটা সম্পূর্ণ স্বাধীন এবং ওপেন সোর্স গিটহাব অর্গানাইজেশন।

    স্পন্সর